এ বছর থেকে টেলি আইন পরিষেবা দেশের সব নাগরিককে বিনামূল্যে দেওয়া হবে’ –
জয়পুরে আজ অষ্টাদশ সারা ভারত আইন পরিষেবা সভায় একথা ঘোষণা করেন আইন ও বিচার মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু। তিনি বলেন, আইনি পরিষেবা চাইছেন,
এমন ব্যক্তিদের টেলি/ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্যানেলভুক্ত আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। দেশের ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে সাধারণ পরিষেবা কেন্দ্র সিএসসি-তে এই পরিকাঠামো রয়েছে। সহজে ও সরাসরি টেলি আইনি পরিষেবার জন্য ২০২১ সালে মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। বর্তমানে এটি ২২টি ভাষায় পাওয়া যায়। মাত্র ৫ বছরে ২০ লক্ষেরও বেশি উপভোক্তা এই টেলি আইনি পরিষেবা নিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক এবং জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ (নালসা) – এর মধ্যে সুসংহত আইনি পরিষেবা প্রদান এর জন্য সমঝোতা স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশে বিচার প্রক্রিয়ার মানোন্নয়নে এটি বিশেষ ভূমিকা নেবে। সমঝোতা অনুযায়ী, নালসা এই টেলি আইনি পরিষেবা কর্মসূচিতে ৭০০ জন আইনজীবী দেবে। এই সংস্থা প্রায় ১ কোটি উপভোক্তার কাছে তাদের পরিষেবা পৌঁছে দেবে বলে আস্থা প্রকাশ করেন শ্রী রিজিজু। তিনি ১৫ অগাস্ট ২০২২ – এর আগে দেশের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বিচারাধীন ব্যক্তিদের দ্রুত বিচভার প্রক্রিয়া সম্পন্ন করতে হাইকোর্টগুলির প্রতি আবেদন জানান।
শ্রী রিজিজু বলেন, ভারতীয় সংবিধানের আইনি পরিকাঠামোর অবিচ্ছেদ্য অংশ ন্যায় বিচারের অধিকার। দেশের জনগণকে তা পাইয়ে দিতে আইনি পরিষেবা কর্তৃপক্ষ, বিভিন্ন দপ্তর ও সরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে।