fbpx

দেশের প্রতিটি গ্রামীণ জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্র চালু করতে সরকারের পদক্ষেপ

July 18, 2022
6 mins read
397.3K views

Review

Review
8.7/10
Overall
8.7/10

গ্রামীণ জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্র চালু করতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয়বরাদ্দ দপ্তর সোমবার (৯ আগস্ট) রাজ্যগুলিকে অধিক খরচ হওয়ার দরুণ রাজস্ব ঘাটতি মেটাতে পঞ্চম মাসিক কিস্তিবাবদ অনুদান হিসেবে ৯,৮৭১ কোটি টাকা মিটিয়ে দিয়েছে।

পঞ্চম কিস্তিতে প্রাপ্য মেটানোর পর চলতি অর্থবর্ষে রাজ্যগুলিকে অধিক খরচ হওয়ার দরুণ ঘাটতি মেটাতে অনুদান হিসেবে ৪৯,৩৫৫ কোটি টাকা দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে রাজ্যগুলিকে অধিক খরচ হওয়ার দরুণ রাজস্ব ঘাটতি মেটাতে অনুদানবাবদ প্রদেয় রাজ্য-ভিত্তিক অনুদানের পরিমাণ নিচে দেওয়া হয়েছে।

গ্রামীণ জেলায় কৃষি
গ্রামীণ জেলায় কৃষি

রাজ্যগুলির রাজস্ব ও ব্যয়ের হিসাবের মধ্যে ঘাটতির ওপর ভিত্তি করে ২০২১-২২ অর্থবর্ষে ঘাটতির পরিমাণ বিবেচনায় রেখে কমিশন রাজ্যগুলিকে অনুদানের পরিমাণ স্থির করে দিয়েছে।

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষে ১৭টি রাজ্যকে অধিক খরচ হওয়ার দরুণ রাজস্ব ঘাটতি মেটাতে ১ লক্ষ ১৮ হাজার ৪৫২ কোটি টাকা অনুদান দেওয়ার সুপারিশ করে। এর মধ্যে এখনও পর্যন্ত ওই ১৭টি রাজ্যকে মোট রাজস্ব ঘাটতির মধ্যে ৪৯,৩৫৫ কোটি টাকা (৪১.৬৫%) মাসিক কিস্তিবাবদ মিটিয়ে দিয়েছে।

 

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী অধিক খরচের দরুণ রাজস্ব ঘাটতি মেটাতে যে রাজ্যগুলিকে অনুদান দেওয়ার সুপারিশ করা হয় তার মধ্যে রয়েছে – অন্ধ্রপ্রদেশ, আসাম, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ।

অধিক খরচ হওয়ার দরুণ রাজস্ব ঘাটতি মেটাতে রাজ্যভিত্তিক প্রদেয় অনুদান নিম্নরূপ 

রাজ্যের নাম জুলাই মাসে প্রদেয় অর্থ (পঞ্চম কিস্তি)(কোটি টাকায়) ২০২১২২এ মোট প্রদেয় অর্থের পরিমাণ(কোটি টাকায়)
অন্ধ্রপ্রদেশ ১৪৩৮.০৮ ৭১৯০.৪২
আসাম ৫৩১.৩৩ ২৬৫৬.৬৭
হরিয়ানা ১১.০০ ৫৫.০০
হিমাচল প্রদেশ ৮৫৪.০৮ ৪২৭০.৪২
কর্ণাটক ১৩৫.৯২ ৬৭৯.৫৮
কেরল ১৬৫৭.৫৮ ৮২৮৭.৯২
মণিপুর ২১০.৩৩ ১০৫১.৬৭
মেঘলায় ১০৬.৫৮ ৫৩২.৯২
মিজোরাম ১৪৯.১৭ ৭৪৫.৮৩
নাগাল্যান্ড ৩৭৯.৭৫ ১৮৯৮.৭৫
পাঞ্জাব ৮৪০.০৮ ৪২০০.৪২
রাজস্থান ৮২৩.১৭ ৪১১৫.৮৩
সিকিম ৫৬.৫০ ২৮২.৫০
তামিলনাড়ু ১৮৩.৬৭ ৯১৮.৩৩
ত্রিপুরা ৩৭৮.৮৩ ১৮৯৪.১৭
উত্তরাখণ্ড ৬৪৭.৬৭ ৩২৩৮.৩৩
পশ্চিমবঙ্গ ১৪৬৭.২৫ ৭৩৩৬.২৫
মোট ,৮৭১.০০ ৪৯,৩৫৫.০০

Follow Facebook

advertising With us connect whatsapp +91700522862

Latest from Blog

পরিপূরক পুষ্টি কর্মসূচি আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পরিপূরক পুষ্টি কর্মসূচির জন্য নিয়মিত খরচ জাতীয় তহবিল থেকে আসে। আধার আইন, (আর্থিক ও অন্যান্য ভর্তুকি সুবিধা ও পরিষেবা সুনির্দিষ্ট সরবরাহ) ২০১৬’র ৭ নম্বর ধারানুযায়ী মন্ত্রক

ISRO’s next step is Chandrayaan-4

ISRO and JAXA are planning a collaborative lunar mission called the Lunar Polar Exploration Mission (LUPEX), also known as Chandrayaan-4 Mission after successful Chandrayaan-3 Mission. In order to launch the Lunar Polar
TOP

Don't Miss

Chandrayaan 4 Today Tripura

ISRO’s next step is Chandrayaan-4

ISRO and JAXA are planning
Plastic Pollution

Sikkim’s Efforts to End Plastic Pollution

Nestled in the eastern Himalayas,