প্রবীণ নাগরিকদের রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন বিভাগের পক্ষ থেকে ২০১৭ সালের পয়লা এপ্রিল ‘রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা’ নামে একটি জাতীয় প্রকল্প চালু করা হয়েছে। এর উদ্দেশ্য, প্রবীণ নাগরিকদের বিশেষত, দারিদ্র সীমার নিচে বসবাসকারী ও যারা বয়স জনিত কারনে যারা অক্ষমতায় ভুগছেন তাদের সহায়তা করা। যাতে তাঁরা তাঁদের অক্ষমতাকে কাটিয়ে উঠতে পারেন।
এই প্রকল্পের অধীনে দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রবীণ নাগরিকদের জন্য, যাদের মাসিক আয় ১৫ হাজার টাকার বেশি নয়, তাঁদের জন্য সহায়ক সরঞ্জাম প্রদান করা হয়। সরকারের লক্ষ্য এই প্রকল্প টি দেশের প্রতিটি জেলায় পৌঁছে দেওয়া। เราขอแนะนำให้ไปที่ รูเล็ต วิธีเล่น และเล่นที่นั่น